Ambassador Recruitment 2021

“Unity is strength”
আমরা সকলেই জানি যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে রয়েছি ।
রোবোটিক্স এবং অটোমেশনের এই যুগে প্রত্যেকটা দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।তাহলে আমরাই বা কেনো থাকব পিছিয়ে?
Robo Tech Valley একটি রোবোটিকস এবং তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান।
আমাদের উদ্যেশ্য রোবোটিকস ও তথ্যপ্রযুক্তি তে বাংলাদেশ কে স্বনির্ভর করে তোলা।

আর এই উদ্যেশ্য সফল করতেই Robo Tech Valley খুজছে উদ্যমী ও পরিশ্রমী কিছু প্রতিনিধি যারা Robo Tech Valley কে নিয়ে যাবে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান এর প্রত্যেকটি উদ্ভাবনের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের দোরগোড়ায়।
যেকোনো সেক্টরে ক্যারিয়ার গঠনে শিক্ষার পাশাপাশি চাই যুগোপযোগী দক্ষতা ও নেটওয়ার্কিং।
আর আমাদের দেশের প্রতিটি শিক্ষার্থী যাতে ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে অন্যান্য দেশের সাথে আমাদের দেশ কেও এগিয়ে নিয়ে যেতে পারে , সে লক্ষ্য নিয়েই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।আপনি যদি পরিশ্রমী, অদম্য ইচ্ছের অধিকারী ও ডেডিকেটেড হয়ে থাকেন তাহলে আজই গুগল ফর্ম পুরন করে এপ্লাই করুন।
কারা আবেদন করবেন:
১. যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ।
২. যোগাযোগ, নেতৃত্ব ও সাংগাঠনিক দক্ষতা।
৩. নিজের থেকে কাজ করার আগ্রহ, পরিশ্রমী ও নতুন আইডিয়া তৈরি।

কি কি পাবেন:
১. ক্যাম্পাস এম্বাসেডর দের প্রয়োজনীয় সাপোর্ট প্রদান।
২. বিভিন্ন দক্ষতার উপর ফ্রি প্রশিক্ষন ও সার্টিফিকেট প্রদান।
৩. Robo Tech Valley তে ইন্টার্নশীপ এর সুযোগ।
৪. ভবিষ্যতে মূল প্রতিষ্ঠানে Job Opportunity।
৫. রিসার্চ ও বিদেশে উচ্চশিক্ষায় সহযোগিতা পাওয়ার সুযোগ।
৬. কাজ শেখা ও প্রতিনিধিত্ব করার সুযোগ।
৭. প্রতি বছর এম্বাসেডর দের কার্যাবলী ও দক্ষতার উপর নির্ভর করে সেরা ক্যাম্পাস এম্বাসেডর নির্বাচন এবং পুরষ্কার প্রদান।

দায়িত্ব:
১. Robo Tech Valley আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি দের নিজস্ব প্রতিষ্ঠান এ রোবোটিক্স বিষয়ক বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ আয়োজন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
২. আমাদের সংগঠনের সকল কার্যক্রম শেয়ার ও প্রচার করা।
৩. নিজের দক্ষতা বৃদ্ধি ও অন্যের সহায়তা করা।
৪. Robo Tech Valley এর হয়ে ক্যাম্পাস পর্যায়ে সদস্য সংগ্রহ এবং দল গঠন।
৫. Robo Tech Valley এর আয়ত্বাধীন Robo Tech Campus Point ফেসবুক গ্রুপ টি মনিটোরিং এবং রোবোটিক্স ও এই সম্পর্কিত প্রযুক্তি নির্ভর ও তথ্যবহুল পোস্ট করা।
৬. ক্যাম্পাস পর্যায়ে উদ্ভাবন এর নেশা ও আইডিয়া সম্পন্ন শিক্ষার্থীদের সম্পর্কিত তথ্য প্রদান।
আজই যোগ দিন Robo Tech Valley তে একজন Campus Ambassador হিসেবে। Registration Link: https://forms.gle/uQKZiaN3ojtpbBgz8

robotics BD


BEST AMBASSADOR AWARD

Robo Tech Valley এর পক্ষ থেকে আমরা প্রতি মাসে নির্বাচন করব একজন সেরা ক্যাম্পাস এম্বাসেডর।
সেরা ক্যাম্পাস এম্বাসেডর দের জন্য রয়েছে সার্টিফিকেট এবং ক্রেস্ট সহ আরো অনেক আকর্ষনীয় পুরস্কার।

robotics BD